প্রাচীন বাংলার ইতিহাস:
বাঙালি জাতির উৎপত্তি (Origin of Bengali Race):
সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুইভাগে ভাগ করা যায়।
যথা:- ১.
প্রাক-আর্য (অনার্য) জনগোষ্ঠী।
২. আর্য জনগোষ্ঠী।
আর্যপূর্ব জনগোষ্ঠী মূলত নেগ্রিটো,
অস্ট্রিক,
দ্রাবিড় ও ভোটচীনীয় এই চারটি শাখায় বিভক্ত ছিল। নিগ্রোদের মত দেহযুক্ত এক আদিম জাতি এদেশে বসবাস করত। এরাই ভীল,
সাওতাল, মুন্ডা প্রভৃতি উপজাতির পূর্বপুরুষ।
অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। কেউ কেউ তাদের 'নিষাদ জাতি'
বলে থাকেন। প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অস্ট্রিক জাতি নেগ্রিটোদের উৎখাত করে। অস্ট্রিক জাতির সমকালে বা কিছু পরে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে দ্রাবিড় জাতি এদেশে আসে এবং সভ্যতায় উন্নতর বলে তারা অষ্ট্রিক জাতিকে গ্রাস করে।
অস্ট্রিক-দ্রাবিড় জাতির সাথে মঙ্গোলীয় বা ভোটচীনীয় জাতির সংমিশ্রণ ঘটে। বাংলাদেশে আর্যকরণের পরেই এদের আগমন ঘটে বলে বাঙালির রক্তে এদের মিশ্রণ উল্লেখযোগ্য নয়। গারো, কোচ, ত্রিপুরা, চাকমা ইত্যাদি এই গোষ্ঠীভুক্ত। অস্ট্রিক-দ্রাবিড় জনগোষ্ঠীর মিশ্রণে যে জাতির প্রবাহ চলছিল, তার সাথে আর্য জাতি এসে সংযুক্ত হয়ে গড়ে তুলেছে বাঙালি জাতি।
আর্যদের আদিনিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে বর্তমান মধ্য এশিয়া- ইরানে। ভারতবর্ষে আর্যদের আগমন ঘটেছিল খ্রিস্টপূর্ব ২০০ অব্দে। সম্ভবত খ্রিস্টীয় প্রথম শতকে বা তার কিছু আগে আর্যরা বাংলায় আসতে শুরু করে।
আর্যরা সনাতনী ধর্মালম্বী ছিল। তাদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর দিকে সেমীয় গোত্রের আরবীয়রা ইসলাম ধর্ম প্রচার এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বাঙালি
জাতির সঙ্গে সংমিশ্রিতহয়।তাদের অনুকরণে নেগ্রিটো রক্তবাহী হাবশিরাও এদেশে
আসে।
এমনিভাবে অন্তত দেড় হাজার বছরের অনুশীলন, গ্রহণ, বর্জন এবং রূপান্তিকরণের মাধ্যমে বাঙালি জাতি গড়ে উঠে। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি-অস্ট্রেলীয় (Proto-Australian) নরগোষ্ঠীভুক্ত।
MCQ Solution:
১. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
ক.
নেগ্রিটো
খ.
ভোটচীন
গ.
দ্রাবিড়
ঘ.
অস্ট্রিক
উত্তর: ঘ
২.
বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
ক. আর্য
খ.
মোঙ্গল
গ.
পুন্ড্র
ঘ.
দ্রাবিড়
উত্তরঃ ঘ
৩.
বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
ক.
বাঙালি
খ.
আর্য
গ.
নিষাদ
ঘ.
আলপাইন
উত্তরঃ গ
৪.
আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?
ক. বাহরাইন
খ.
ইরাক
গ.
মেক্সিকো
ঘ. ইরান
উত্তরঃ ঘ
৫.
আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
ক ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
খ. হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিণে
গ.
ভাগীরথী নদীর পশ্চিম তীরে
ঘ. আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব পাহাড়ি এলাকায়
উত্তরঃ ক
৬.
আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?
ক.
ত্রিপিটক
খ.
উপনিষদ
গ.
বেদ
ঘ.
ভগবৎ গীতা
উত্তরঃ গ
৭.
বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
ক. সংস্কৃত
খ.
বাংলা
গ.অস্ট্রিক
ঘ. হিন্দি
উত্তরঃ গ
৮. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক. অ্যালপাইন
খ.
আদি-অস্ট্রেলীয়
গ.
নার্কিড
ঘ.
মঙ্গোলীয়
উত্তরঃ খ
৯.
বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ-
ক. মঙ্গোলয়েড
খ.
সেমাটিড
গ.
অস্ট্রালয়েড
ঘ.
ককেশীয়
উত্তরঃ ক
If yo have any doubts, please let me know.