প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা
মেসোপটেমিয়া সভ্যতা (The Mesopotamian
Civilization):
বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়া। আনুমানিক খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে ইরাকে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উর্বর তীরাঞ্চলে মেসোপটেমীয় সভ্যতার বিকাশ ঘটে। এদের ভিন্ন ভিন্ন নাম থাকলেও একই ভূ-খণ্ডে গড়ে উঠায় একত্রিতভাবে এ সভ্যতাসমূহকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা।
‘মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ। এর অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত রাষ্ট্রগুলো প্রচীন এই সভ্যতার অংশ ছিল। তবে বেশির ভাগ বর্তমানে ইরাকে অবস্থিত। মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত রয়েছে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসেরীয় সভ্যতা ও ক্যালডেরীয় সভ্যতা।
The Sumerian Civilization (সুমেরীয় সভ্যতা)
মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছিল সুমেরীয়গণ। সুমেরীয়দের আদিবাস ছিল এলামের পাহাড়ি অঞ্চলে। খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে এদের একটি শাখা মেসোপটেমিয়ার দক্ষিণে বসতি গড়ে তোলে। সুমেরীয়দের আয়ের মূল উৎস ছিল কৃষি। তারা উন্নত সেচব্যবস্থা গড়ে তুলেছিল।
সুমেরীয়গণ ‘কিউনিফর্ম (Cuneiform) নামে একটি নতুন লিপির উদ্ভাবন করে। কিউনিফর্মকে বলা হয় অক্ষরভিত্তিক বর্ণলিপি (Letter Based alphabet) । সুমেরীয়দের বর্ণমালার কোন কোনটি দেখতে ইংরেজি বর্ণমালার V এর মত। জলঘড়ি ও চন্দ্ৰপঞ্জিকার আবিষ্কার সুমেরীয়দের গুরুত্বপূর্ণ অবদান। সভ্যতায় সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান ‘চাকা' (Wheel) আবিষ্কার।
The Babylonian Civilization (ব্যাবিলনীয় সভ্যতা)
সিরিয়ার মরুভূমি অঞ্চলের অ্যামোরাইট জাতি আনুমানিক ২০৫০ খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়া অঞ্চলে একটি নগর সভ্যতা গড়ে তোলে। ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি ছিলেন বিখ্যাত আমোরাইট নেতা হাম্মুরাবি।
পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে। প্রথম লিখিত আইন
প্রণেতা ছিলেন ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি হাম্মুরাবি। এই সভ্যতায় আইন সংক্রান্ত
‘হাম্বুরাবি কোড’
প্রণীত হয়েছিল।
সুমেরীয়দের অনুকরণে ব্যাবিলনীয়রা সাহিত্য রচনা করে। কিউনিফর্ম লিপিতে লেখা হয় বিখ্যাত মহাকাব্য 'গিলগামেশ’ (Gilgamesh)। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে। এটি ছিল ভ্রমণকারীদের পথ নির্দেশ করার জন্য সহজ সরল প্রকারের মানচিত্র।
The Assyrian Civilization (অ্যাসেরীয়
সভ্যতা)
ব্যাবিলন থেকে প্রায় দুইশত মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে 'আশুর'
নামে একটি সমৃদ্ধ শহর গড়ে
উঠে। আসিরীয় সম্রাট নিজেকে মনে করতেন সূর্যদেবতা শামসের প্রতিনিধি। ইতিহাসে আসিরিয়ার পরিচয় সামরিক রাষ্ট্র হিসাবে। তারাই প্রথমে লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী গঠন করে এবং যুদ্ধরথের ব্যবহার করে।
আসিরীয়রা প্রথম বৃত্তকে ৩৬০° তে ভাগ করে। পৃথিবীকে সর্বপ্রথম তারা অক্ষাংশ (Latitudes) ও দ্রাঘিমাংশে (Longitudes) ভাগ করেছিল।
The Chaldean Civilization (ক্যালডীয় সভ্যতা)
ব্যাবিলন শহরকে কেন্দ্র করে গড়ে উঠায় ক্যালডীয় সভ্যতা ইতিহাসে 'নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামেও পরিচিত। ক্যালডীয় সভ্যতার স্থপতি ছিলেন সম্রাট নেবুচাদনেজার।
‘ব্যাবিলনের শূন্যউদ্যান'
(The Hanging Garden of Babylon) নির্মাণের জন্য তিনি অমর হয়ে আছেন।
সম্রাট নেবুচাদ নেজারের সম্রাজ্ঞী বাগান করতে খুব পছন্দ করতেন। তারই উৎসাহে সম্রাট নগর দেওয়ালের উপর তৈরি করলেন আশ্চর্য সুন্দর এক বাগান। ইতিহাসে যা ’শুন্যউদ্যান'
নামে পরিচিত।
‘ব্যাবিলনের ’শূন্যউদ্যান' (The Hanging Garden of Babylon) প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। ক্যালডেরীয়রাই প্রথম সপ্তাহকে ৭ দিনে বিভক্ত করে। আবার প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি তারা বের করে। ক্যালডেরীয়রা ১২ টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান। তা থেকে ১২ টি রাশিচক্রের (12 Zodiac Circles) সৃষ্টি হয়।
MCQ Solution:
১.
Which of the following is the oldest civilization of the world?
Or,
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
ক. Greece
(গ্রিক)
খ.
Mesopotamia (মেসোপটেমিয়া)
গ.
Rome (রোমান)
ঘ.
India (সিন্ধু)
উত্তরঃ খ
২.
বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ-
ক.
গ্রীক
খ.
মেসোপটেমিয়া
গ. রোম
ঘ. ভারত
উত্তরঃ খ
৩.
কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা?
ক. মিশরীয়
খ.
গ্রীক
গ.
চৈনিক
ঘ.
পারস্য
উত্তরঃ ক
৪.
কোন সত্যতা সবচাইতে প্রাচীন?
ক. মেসোপটেমীয়
খ.
মিশরীয়
গ. চৈনিক
ঘ. পারসিক
উত্তরঃ ক
৫.
The earliest civilization was flourished in-
ক.
Babylon
খ.
Sumeria
গ.
Egypt
ঘ.
China
উত্তরঃ খ
৬.
‘মেসোপটেমিয়া এলাকার বেশির ভাগ
বর্তমান কোন দেশে?
ক. ইরাক
খ.
ইরান
গ.
তুরস্ক
ঘ.
সিরিয়া
উত্তরঃ ক
৭. সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি?
ক.সিন্ধু
খ.
গ্রিক
গ. রোমান
ঘ. মেসোপটেমীয়
উত্তরঃ ঘ
৮. সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
ক.
মেসোপটেমিয়ায়
খ. পারস্যে
গ.
মিশরে
ঘ.
রাশিয়ায়
উত্তরঃ ক
৯.
কোন সভ্যতায় প্রথম ‘চাকা' এর ব্যবহার প্রচলন হয়?
ক. মিশরীয়
খ.
সুমেরীয়
গ.
ব্যাবিলনীয়
ঘ.
ক্যালডীয়
উত্তরঃ খ
১০. ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে?
ক. জুলিয়াস সিজার
খ.
হাম্বুরাবি
গ.
সম্রাট আলেকজান্ডার
ঘ. এরিস্টটল
উত্তরঃ খ
১১. পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়?
ক.
স্পেন
খ.
ব্যাবিলন
গ.
গ্রিস
ঘ. তেহরান
উত্তরঃ খ
১২. কোন প্রাচীন সভ্যতায় ’হাম্বুরাবির আইন’ প্রচলিত হয়েছিল?
ক. মায়া
খ.
মেসোপটেমীয়
গ.
মিশরীয়
ঘ.
গ্রিক
উত্তরঃ খ
১৩.
আইন সংক্রান্ত
হাম্বুরাবি কোড কোন সভ্যতার সময়ে প্রণীত হয়েছিল?
ক. ব্যাবিলনীয় সভ্যতা
খ.
চৈনিক ভ্যতা
গ.
গ্রিক সভ্যতা
ঘ. ভারতীয় সভ্যতা
উত্তরঃ ক
১৪. ’ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কোন দেশে অবস্থিত?
অথবা,
ব্যাবিলন কোথায়?
ক.
ইরান
খ.
ইরাক
গ.
তুরস্ক
ঘ.
সিরিয়া
উত্তরঃ খ
১৫. ’ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান'
কে গড়ে তুলেছিল?
ক.
নেবুচাদ নেজার
খ.
সাইরাস
গ.
র্যামজেজ
ঘ.
দারিউস
উত্তরঃ ক
১৬. পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়-
ক. চীনের প্রাচীরের কাছে
খ.
দক্ষিণ আফ্রিকার ভিক্টেরিয়া প্রদেশে
গ.
ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে
ঘ.
ইরানের সিরাজ শহরের ধ্বংসাবশেষে
উত্তরঃ গ
১৭.
নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘটায় বিভক্ত করা হয়?
ক. রোমান
খ.
গ্রিক
গ.
ক্যালডীয়
ঘ.
পারস্য
উত্তরঃ গ
১৮. কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে?
ক. মিশরীয়রা
খ.
গ্রিকরা
গ.
ক্যালডিরা
ঘ.
ককেসীয়রা
উত্তরঃ গ
১৯.
আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত- এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ?
ক.
মিশরীয় সভ্যতা
খ.
রোমান সভ্যতা
গ.
সিন্ধু সভ্যতা
ঘ.
মেসোপটেমিয়ান সভ্যতা
উত্তরঃ ঘ
If yo have any doubts, please let me know.