বাংলা লিপির উৎস কি?
ব্রাহ্মী লিপি হতে বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়। শুধু বাংলা নয় সকল ভারতীয় লিপিই এই ব্রাহ্মী লিপি থেকে জন্মলাভ করেছে। ব্রাহ্মী লিপি ভারতের মৌলিক লিপি। সিংহলী, ব্রাহ্মী, শ্যামী, যবদ্বীপী ও তিব্বতি লিপির উৎসও ব্রাহ্মী লিপি।
অষ্টম শতাব্দীতে ব্রহ্মী লিপি থেকে পশ্চিমা লিপি, মধ্যভারতীয় লিপি ও পূর্বী লিপি-এই তিনটি শাখার সৃষ্টি হয়। পূর্ব লিপি থেকেই বাংলা লিপির জনা।
সেন যুগে বাংলা লিপির গঠনকার্য শুরু হলেও পাঠান যুগে তার মোটামুটি স্থায়ী আকার লাভ করে। ১৮০০ খ্রিষ্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস স্থাপিত হওয়ার পূর্ব পর্যন্ত সুদীর্ঘ সময়ে হাতে লেখা হয়েছে বলে বাংলা লিপি নানা পরিবর্তনের মাধ্যমে অগ্রসর হয়েছে। ছাপাখানার প্রভাবে পরবর্তীকালে বাংলা লিপির আর তেমন কোন পরিবর্তন ঘটেনি।
ভারতীয় লিপিমালা
ভারতীয় লিপিমালা ২ প্রকার:
১. ব্রাহ্মী লিপি
২. ফরোষ্ঠী লিপি
ব্রাহ্মী লিপি ৩ প্রকার:
১. পশ্চিমা লিপি
২. মধ্য ভারতীয় লিপি
৩. পূর্বী লিপি
পূর্বী লিপি থেকেই বাংলা লিপি ও বর্ণমালা এসেছে।
·
খরাষ্ঠীলিপি
কোন লিপি ডানদিক থেকে লেখা হতো।
· সেন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরী করে অক্ষর গঠনের কাজ শুরু করে।
বিভিন্ন
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোওর:
১. ভারতীয় মৌলিক
লিপি কোনটি?
ক. ব্রাহ্মী
খ. কুটীল
গ. খরোষ্ঠী
ঘ. নাগরী
উত্তর: ক
২. বাংলা লিপির উৎস কি?
অথবা,
বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন
প্রাচীন লিপি থেকে?
ক. সংস্কৃত লিপি
খ. চীনা লিপি
গ. আরবি লিপি
ঘ. ব্রাহ্মী লিপি
উত্তর: ঘ
৩. কোন লিপি
ডানদিক থেকে লেখা হতো?
ক. ব্রাহ্মী লিপি
খ. খরোষ্ঠীলিপি
গ. আরবীলিপি
ঘ. উদ্ধলিপি
উত্তর: খ
৪. কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরী করে অক্ষর গঠনের কাজ করে?
ক. সেন আমলে
খ. গুপ্ত আমলে
গ. পাঠান আমলে
ঘ. পাল আমলে
উত্তর: ক
If yo have any doubts, please let me know.