ছাপাখানা:
v
উপমহাদেশে
প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৪৯৮ সালে গোয়ায় । (পর্তুগিজ ভাষার মুদ্রণযন্ত্র)
v ১৭৭৮ খ্রিস্টাব্দে হুগলিতে চার্লস উইলকিন্স প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন। তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরী করেন। তার নির্দেশনা অনুযায়ী পঞ্চানন কর্মকার বাংলা অক্ষর খোদাই করেন।
v
উইলিয়াম
কেরি জোশুয়া মার্শম্যানের সহযোগে ১৮০০ খ্রিষ্টাব্দে কলকাতার নিকটবর্তী শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন
এবং মিশনের মুদ্রণযন্ত্র স্থাপন করেন।
v ১৮৪৭ সালে রংপুরে ‘বার্তাবহ যন্ত্র' নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এটিই বাংলাদেশে প্রথম ছাপাখানা।
v
ঢাকায়
প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৮৬০ সালে। ছাপাখানার নাম ছিল ‘বাংলা
প্রেস'। ১৮৬০ সালে মুদিত দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ ঢাকা থেকে প্রকাশিত গ্রন্থ ।
v চার্লস উইলকিন্স বাংলা মুদ্রাক্ষরের জনক।
বিভিন্ন
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর:
১.
বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
ক.
গৌর দাস
খ. চার্লস উইলকিন্স
গ. পঞ্চানন কর্মকার
ঘ,
গঙ্গাকিশোর ভট্টাচার্য
উত্তর: খ
২.
উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
ক. ১২৯৮ সালে
খ. ১৩৯৮ সালে
গ. ১৪৯৮ সালে
ঘ. ১৫৯৮ সালে
উত্তর: গ
৩.
বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে-
ক. ১৯০০
খ. ১৮০০
গ. ১৯৫২
ঘ. ১৯৫৪
উত্তর: খ
৪.
শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য?
ক. প্রথম বাংলায় খ্রিস্টধর্ম প্রচার
খ.
প্রথম বাংলা মুদ্রা
গ.
প্রথম বাংলায় সংস্কার কাজ
ঘ.
প্রথম বাংলা স্কুল
উত্তর: খ
৫.
বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
ক. ঢাকায়
খ. রাজশাহীতে
গ.
রংপুরে
ঘ.
যশোরে
উত্তর: গ
If yo have any doubts, please let me know.